সেলফিনে টাকা যোগ করা কয়েকটি পদ্ধতি


সেলফিনে টাকা যোগ করা কয়েকটি পদ্ধতি

♦ সারাদেশে থাকা ইসলামী ব্যাংকের CRM থেকে টাকা যোগ করা যায়।

♦ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে থাকা
আপনার বা অন্যের অ্যাকাউন্ট থেকে ফ্রিতে টাকা সেলফিনে যোগ করা যায়। এজন্য সেলফিন অ্যাপেরই সাহায্য নিতে হবে।

♦ অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আনা যায়। প্রত্যেক ব্যাংকের আই-ব্যাংকিং অ্যাপ/সাইট থেকে BEFTN বা NPSB করে টাকা আনা যাবে। এটা সম্পূর্ণ ফ্রি। তবে EFT করে টাকা আনতে ১ কর্মদিবস লাগে এবং NPSB করে সাথে সাথে টাকা আনা যায়। এক্ষেত্রে সেলফিনের ভার্চুয়াল কার্ডে থাকা একাউন্ট নাম্বার(মোবাইল বা কার্ড নাম্বার না), নাম ও যেকোনো ব্রাঞ্চের নাম দিতে হয়। খুবই সতর্কতার সহিত এটা পূর্ণ না করলে টাকা আটকে যেতে পারে। একবার টাকা আটকে গেলে ৩-৪৫ দিন সময় লাগবে টাকা ফিরে পেতে।

*এই পদ্ধতিতে বিকাশের টাকা ১% হারে বা হাজারে ১০/- ফি দিয়ে সোনালি ব্যাংক বা ব্রাক ব্যাংক থেকে সেলফিনে টাকা আনা যায়।

♦ ইসলামী ব্যাংকে থাকা নিজের বা অন্যের কার্ড থেকে ফ্রিতে সেলফিনে টাকা আনা যায়। এজন্য সেলফিন অ্যাপের সাহায্য নিতে হবে।

♦ অন্যান্য ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ইত্যাদি কার্ড থেকে ২% হারে বা হাজারে ২০/- ফি দিয়ে সেলফিনে টাকা আনা যায়। এজন্য আপনাকে সেলফিন অ্যাপ থেকে অ্যাডমানি করতে হবে।

♦ এমক্যাশ থেকে ১%(+১৫% ভ্যাট) হারে ফি দিয়ে বা হাজারে ১১.৫০/- টাকা দিয়ে সেলফিনে টাকা অ্যাড করা যায়। এজন্য সেলফিন অ্যাপের সহযোগিতা নিতে হবে।

♦ উপরের পদ্ধতিগুলো নিজে কাজে লাগাতে না পারলেও অন্যকে বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠিয়ে উক্ত পদ্ধতিগুলো দিয়ে সেলফিনে টাকা নেয়া যায়। এক্ষেত্রে প্রতারক থেকে সাবধান থাকতে হবে।

কে কোন পদ্ধতি ব্যবহার করেন?
কোনটা ঝুঁকিপূর্ণ?
কোনটা সবচে ভালো লাগে?
এর বাহিরেও আর কোনো পদ্ধতি আছে কি?
কোন পদ্ধতি ব্যবহার করে বিপদে পড়েছেন?

আশা করি এসব প্রশ্নের উত্তর দিয়ে অন্যকে সহযোগিতা করবেন।