
বিপিডিবি বিল পেমেন্ট
রবি ও এয়ারটেল গ্রাহকেরা খুব সহজে, অল্প সময়ে রবি বিল পে সেবার মাধ্যমে বিপিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) এর বিদ্যুৎ বিল পরিশোধ এবং স্মার্ট মিটার রিচার্জ করতে পারবেন।
রবি ও এয়ারটেল ব্যবহারকারী এবং যারা রবি ও এয়ারটেল ব্যবহারকারী নন কিংবা এখনো মোবাইলই ব্যবহার করেন না, তারাও যেকোন “রবিক্যাশ পয়েন্ট” লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। এক্ষেত্রে এজেন্ট গণ গ্রাহক এর বিল পরিশোধ করেন, যা এজেন্ট এবং গ্রাহককে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হয়।
রবি বিল পে সেবার সুবিধাবলী:
- ২৪/৭ বিল পরিশোধের সুবিধা
- বিল পরিশোধের জন্যে ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে না।
- এটি একটি নিরাপদ সেবা যা রবি ও বিপিডিবি উভয়েই তত্ত্বাবধান করে।
- আপনি রবিক্যাশ লোগো চিহ্নিত ১২,৬০০ “রবিক্যাশ পয়েন্ট” থেকে বিপিডিবি বিল পরিশোধ করতে পারবেন।
বিপিডিবি এর আওতাধীন জোন সমূহ:
(বিল সংগ্রহের জন্য নিম্নের ভৌগোলিক অঞ্চলসমূহ রবি বিল-পে সার্ভিস এর অন্তর্ভুক্ত)
| রাজশাহী (৮টি জেলা) : | রাজশাহী, নাটোর, পাবনা, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ |
| ময়মনসিংহ (৬টি জেলা) : | ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ |
| কুমিল্লা (৬টি জেলা) : | কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর। |
| সিলেট (8টি জেলা): | সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার |
| রংপুর (৮টি জেলা): | রংপুর, দিনাজপুর, লালমণিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগর, গাইবান্ধা |
| চট্রগ্রাম (৫টি জেলা) | চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগরাছড়ি |
স্মার্ট মিটার: সিটি কর্পোরেশন এরিয়া, কুমিল্লা।
বিল পরিশোধের ক্ষেত্রে (বি টি আর সি) নির্ধারিত সার্ভিস চার্জ:
| প্রদেয় বিল এর পরিমান | সার্ভিস চার্জ |
|---|---|
| ৪০০ টাকা বা তার কম | ৫ টাকা |
| ৪০১ টাকা থেকে ১৫০০ টাকা | ১০ টাকা |
| ১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা | ১৫ টাকা |
| ৫০০০ টাকার উর্ধে | ২৫ টাকা |
নিজ মোবাইলে দিয়ে বিল পরিশোধের সহজ তিন ধাপ:

- এয়ারটেল গ্রাহকগণ *৭৮৭# এর পরিবর্তে *৪০০*১# ডায়াল করে সেবাটি নিতে পারবেন।
- গ্রাহক সার্ভিস চার্জ সহ নিজ মোবাইল থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকার বিল পরিশোধ করতে পারবেন।

রবি নম্বর থেকে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:

এজেন্টের এর মাধ্যমে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:

বিপিডিবি রেজিস্ট্রেশন এর সময় কাস্টমার এর করণীয়:

বিল পরিশোধ এর সময় করণীয়:


স্মার্ট মিটার রিচার্জ এর সময় করণীয়:


বিল চেক এর সময় কাস্টমার এর করণীয়:


অ্যাপ এর মাধ্যমে স্মার্ট মিটার রিচার্জ :


কল করুন ১২৩ অথবা ০১৮১৯-৪০০৪০০ নম্বরে (চার্জ প্রযোজ্য)
আরো বিস্তারিতঃFAQ