BEFTN টাকা জমা হওয়া / না হওয়া প্রসঙ্গে।

 

BEFTN টাকা জমা হওয়া / না হওয়া প্রসঙ্গে। 
এই গ্রুপে BEFTN নিয়ে যত প্রশ্ন হয়েছে তার জন্য আমার এই লেখা। টাকা পাঠিয়ে আমরা সবাই একটু আধটু চিন্তিত থাকি। টাকাটি ঠিক মত জমা হবে তো? আসুন জেনে নেই BEFTN কীভাবে কাজ করে। সংযুক্ত ছবিটি দেখুন। 
আপনার পাঠানো টাকা কয়টা ধাপ পেরিয়ে কাঙ্খিত হিসাবে জমা হয়? এখানে শুধু সোনালী ই_ওয়ালেট/সোনালী ব্যাংক জড়িত নয়। এর সাথে বাংলাদেশ ব্যাংক এবং যে ব্যাংকে পাঠাচ্ছেন সে ব্যাংকও জড়িত। 
BEFTN প্রক্রিয়াঃ
আপনার BEFTN করে পাঠানো টাকা সবার প্রথমে সোনালী ব্যাংক এর হেড অফিস/ BEFTN সেলে। তারপর সোনালী ব্যাংক সেই টাকা পাঠায় বাংলাদেশ ব্যাংকে । বাংলাদেশ ব্যাংক টাকাটা আবার পাঠায় আপনি যে ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকের হেড অফিস / BEFTN সেলে। উক্ত ব্যাংকের হেড অফিস আবার পাঠায় আপনি যে শাখায় পাঠিয়েছেন সেই শাখায়। সর্বশেষ পর্যায়ে শাখা আপনারা কাঙ্খিত হিসাবে টাকাটি জমা করে দেয়।
এই যে প্রক্রিয়ার বর্ণনা করলাম এটি এক কার্যদিবসে সর্বোচ্চ দুইবার সম্পন্ন হতে পারে। আবারো বলছি সর্বোচ্চ দুই বার। 
ফাস্ট সেটেলমেন্ট সকাল ১১ টায়।
সেকেন্ড সেটেলমেন্ট বিকাল ৩ টায়। 
এখন ধরুন আপনি BEFTN করে শনিবারে DBBL ব্যাংকের খুলনা শাখায় টাকা পাঠালেন, এটি BEFTN এর ফাস্ট সেটেলমেন্টে যাবে। রবিবার এই টাকাটা ১১:৩০ এ জমা হলো বা জমা হতে হতে অনেক দেরী হলো। এটার কারণ কী?
কারণ হলো আপনি যে শাখায় পাঠিয়েছেন সেই শাখা BEFTN নিয়ে কখোন কাজ করছে তার উপর নির্ভর করে আপনার হিসাবে কখোন টাকাটি জমা হবে। 
আবার ধরুন আপনি BEFTN করেছেন সকাল ১১ টার পরে। যেদিন করেছেন সেদিনও টাকাটি জমা হতে পারে আবার পরবর্তী কর্ম দিবসেও জমা হতে পারে। কেন?
কারণ হলো আপনি যখন সকাল ১১ টার পরে টাকা পাঠাবেন তখন সেটি BEFTN সেকেন্ড সেটেলমেন্টে যাবে। আপনি যে শাখায় টাকা পাঠিয়েছেন ঐ শাখা ঐ দিন সেকেন্ড সেটেলমেন্টের কাজ করতেও পারে আবার নাও পারে। যদি করে তাহলে ঐদিনই টাকা জমা হবে। আর যদি না করে তাহলে পরবর্তী কার্যদিবসে জমা হবে। 
তাই চিন্তিত হওয়ার কিছুই নাই। 
নাম ও হিসাব নাম্বার না মিললে টাকা জমা হবে না। টাকা আপনার হিসাবে ফেরৎ আসবে, নিশ্চিত থাকুন।
#BEFTN #SonaliEWallet #SonaliBank 
ধন্যবাদ। ভুল ত্রুটি হলে জানাতে ভুলবেন না।