DBBL Mobile Banking Rocket - রকেট A to Z


DBBL Mobile Banking Rocket - রকেট A to Z

***। মোবাইল ব্যাংকিং কী?
মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সঙ্গে আর্থিক সেবা পৌঁছে যাবে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কাছে। মোবাইল প্রযুক্তি সরঞ্জাম অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। 

***। মোবাইল ব্যাংকিং- এর সুবিধাসমূহ কী কী?
** প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা যা দেশব্যাপী যে কোন সময়, যে কোন স্থানে গ্রহন করা যাবে।
** এর মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবায় প্রবেশের সুযোগ সৃষ্টি হবে।
** এটি টাকা পাঠানোর সহজ ও নিরাপদ মাধ্যম।
** টাকা সঞ্চয়ের অভ্যাস বাড়ানোর জন্য মোবাইল ব্যাংকিং অধিক কার্যকর।
** মোবাইল ব্যাংকিং অধিকতর নিরাপদ এবং প্রতারণারোধক। 

***। ডিবিবিএল মোবাইল ব্যাংকিং- এর মাধ্যমে কী কী সেবা পাওয়া যাবে?
** গ্রাহক নিবন্ধন বা মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা।
** নগদ টাকা জমাদান।
** নগদ টাকা উত্তোলন।
** বিদেশ হতে অর্থ প্রেরণ।
* বেতন/ভাতা বিতরণ।
* ব্যক্তির একাউন্ট থেকে অপর ব্যক্তির একাউন্টে টাকা স্থানান্তর (P2P)।
* মোবাইল টপ-আপ।
* ব্যালেন্স জানা।
* বিল প্রদান।
* মার্চেণ্ট পেমেণ্ট।
* ATM এর মাধ্যমে টাকা উত্তোলন।
* সেভিংস্ একাউন্ট থেকে টাকা আনা। 
* সেভিংস্ একাউন্টে টাকা প্রেরণ।
* যে কোন কার্ড নাম্বারে টাকা পাঠানো।
* ই-কমার্সে কেনাকাটার বিল প্রদান।
* দোকানে কেনাকাটার বিল প্রদান। 

***। ডিবিবিএল মোবাইল ব্যাংকিং-এর ফ্রি সেবাসমূহ কী কী?
* ফ্রি ক্যাশ-ইন 
* ATM উত্তোলন ফ্রি
* ফ্রি P2P
* বেতন/ভাতা বিতরণ ফ্রি
* ব্যালেন্স অনুসন্ধান ফ্রি
* মোবাইল টপ-আপ ফ্রি
* কেনাকাটার চার্জ ফ্রি
* রেমিটেন্স প্রদান (মোবাইল একাউন্টে) ফ্রি 

এছাড়া আরও পাচ্ছেন রেমিটেন্সকৃত টাকার উপর ২% হারে আকর্ষণীয় Incentive বোনাস।

***। কোথায় মোবাইল একাউন্ট খোলা যায়?
DBBL মনোনীত যে কোন এজেন্ট পয়েন্টে, যারা DBBL এর “এজেন্ট সনদ” এবং DBBL মোবাইল ব্যাংকিং ব্যানার প্রদর্শন করতে পারবে তারাই DBBL এর মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন। তাছাড়া আপনি নিজেই *322# ডায়াল করে প্রি-রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। 


একাউন্টটি অনুমোদনের জন্য তিনি একাউন্ট খোলার একটি ফরম (KYC ফরম) পূরণ করে NID ও ছবিসহ যে কোন এজেন্ট বা ফাস্ট ট্র্যাক বা মোবাইল ব্যাংকিং অফিসে জমা দে