Train Ticketing With Robi Cash


Train Ticketing With Robi Cash

ট্রেন টিকেটিং সার্ভিস

এম- টিকেটিং সার্ভিস 

এখন খুব সহজেই "রবিক্যাশ" অ্যাপস অথবা  ইউএসএসডি (*৭৮৭#) এর মাধ্যমে নিজ নিজ মোবাইল হতে ট্রেনের টিকেট কাটতে পারবেন। অন্যান্য মোবাইল ব্যবহারকারীগণ "রবিক্যাশ" চিহ্নিত এজেন্ট পয়েন্ট হতে এই সুবিধাটি নিতে পারবেন।


সুবিধা সমূহ: 


টিকেট কাটার জন্য রেলস্টেশন লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই

আপনার মূল্যবান সময় বেঁচে যাবে

বাংলাদেশ রেলওয়ে অনুমোদিত - সার্ভিস টি নিরাপদ এবং সহজ

ঘরে বসে কিংবা নিকটস্থ রবিক্যাশ এজেন্ট হতে ই-টিকেট নিশ্চিত করতে পারবেন

সারা দেশে ১৫ হাজারের বেশি রবিক্যাশ এজেন্ট আপনার সেবায় নিয়োজিত

টিকেট বুক করার পদ্ধতি এবং প্রয়োজনীয় বিষয়সমূহ 


ট্রেনের টিকেট ক্রয় করা যাবে।

সকালরবিক্যাশ এর মাধ্যমে শুধু আন্তনগর ৯ টা হতে রাত ১০ টা পর্যন্ত টিকেট ক্রয় করা যাবে।

ক্রয়কৃত টিকেট ফেরত দেয়া যাবে (যাত্রার স্টেশনে)।

ভ্রমণের দিন সহ পরবর্তী ৯ দিনের টিকেট ক্রয় করা যাবে।

বুক করা টিকেট পরবর্তী ত্রিশ (৩০) মিনিটের মধ্যে রবিক্যাশ এজেন্ট হতে ক্রয় করতে পারেন।

ছাপানো টিকেট ব্যতিত যাত্রা দন্ডনীয় অপরাধ।

প্রতিটি সিটের জন্য রবিক্যাশ এজেন্টকে ২০ টাকা সার্ভিস চার্জ প্রদান করবেন।

ট্রেনের বর্তমান অবস্থান ও যাত্রার সময় জানতে রবি নাম্বারে এস.এম.এস (SMS) অপশন থেকে TR <স্পেস> ট্রেন নং (পদ্মা = ৭৬০) লিখে সেন্ড করুন ১৬৩১৩ নম্বরে।

টিকেট কেনার জন্য করণীয়ঃ










বুক করা টিকেট কেনার জন্য করণীয়ঃ




টিকেট বুক করা এবং কেনার জন্য এজেন্ট এর করণীয়ঃ




ট্রেন টিকেট বুক করার পদ্ধতি (কাস্টমার):








ট্টিকেট বুকিং নাম্বার হারিয়ে গেলে রবি কাস্টমার এর করণীয়ঃ






--বিস্তারিত জানতেঃ