how to create free online store with blogger in bangla 2020

how to create free online store with blogger in bangla 2020
how to create free online store with blogger in bangla 2020


এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার মতামত দিন এবং এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন।



এই ওয়েবসাইটটি কোনও অবৈধ সামগ্রী প্রচার করে না, কোনও ধরণের অবৈধ কার্যকলাপকে উৎসাহ দেয় না। এই ওয়েবসাইটটি দরাবরাহিত সমস্ত আর্টিকেল কেবল মাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে।

আপনি কিভাবে ইকমার্স ওয়েবসাইট তৈরি করবেন ব্লগার এর এর মধ্যে অনেক ফিউচার আছে সবচেয়ে বড় কথা এটা করা একদম ফ্রিতে
আরো অনেক কিছু সবকিছু মিলে খুব সুন্দর লাগবে আপনি যদি কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন আমি বলছি করতে পারবেন ইনশাল্লাহ আপনি তাহলে আমার স্টেপগুলো ফলো করুন
স্টেপ (১) একটি ব্লগার একাউন্ট তৈরি করুন এবং একটি ব্লগস্পট সাইট তৈরি করুন
১/ যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন
২/ টাইপ করুন blogger.com এন্টার করুন
৩/ পেজের মাঝখানে create Your blog এ ক্লিক করুন অথবা উপরের ডান দিকে  সাইন ইন এ ক্লিক করুন
৪/ আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিন
কিভাবে জিমেইল একাউন্ট সাইন ইন করতে হয় যদি না জানেন তাহলে জেনে নিন
সাইন ইন করার পর আপনার উইন্ডোতে এমন পেজ  শোনা হবে
যদি না হয় তাহলে ৫/ নং ফলো করুন যদি  হয় তাহলে ৮/ নং ফলো করুন
৫/ উপরে বাম দিকে থ্রি ডট মেনু তে ক্লিক করুন
৬/ এরপর স্কল ডাউন এ ক্লিক করুন
৭/ এবং New Blog… ক্লিক করুন
৮/ এখানে আপনার ইকমার্স ওয়েবসাইটস টাইটেল লিখুন এবং next এ ক্লিক করুন
৯/ এখানে আপনার ব্লগার অ্যাড্রেস ইউআরএল লিখুন এবং সেভ save এ ক্লিক করুন
১০/ আপনার একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে এবং আপনার মেইলে একটি মেইল করা হবে ব্লগার থেকে এখন আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি একবার ভিউ করে দেখুন
১১/ আপনার ওয়েবসাইটটি ভিউ করতে থী ডট মেনুতে ক্লিক করুন এবং
১২/ view your blog এ ক্লিক করুন

স্টেপ (২) থিম ডাউনলোড এবং আপলোড করতে নিচের স্টেপ গুলো ফলো করুন
 থিম নাম spotcommerce এই থিমটি ব্যবহার করে খুব সহজেই ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়
১/  এই থিমটি ডাউনলোড করতে Download Now এ ক্লিক করুন
 দেখুন দেখতে demo  তে ক্লিক করুন
থিম আপলোড করুন
১/ প্রথম Blogger.com যান
২/ থী ডট মেনু তে ক্লিক করুন
৩/ Theme এ  ক্লিক করুন
৪/ আবার থী ডট মেনুতে  ক্লিক করুণ
৫/ এখন Restore এ ক্লিক করুন
৬/ এবং UPLOAD এ ক্লিক করুন
৭/ আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে ওকে ক্লিক করুন খেয়াল করুন নিচে বাম দিকে দেখুন Rested theme লেখা এসেছে কিনা
৮/ আবার থী ডট এ ক্লিক করুন
৯/  এবং mobile settings এ ক্লিক করুন
১০/ এবং desktop এ ক্লিক করে  ok তে ক্লিক করুন
 এখন আপনার থিমটি রিসেট হয়ে গেছে এবার আপনার ওয়েবসাইটটি একবার ভিউ করে দেখুন
দেখতে এইরকম হবে
                    View image

স্টেপ (৩) Layout পেজ এবং হেড টাইটেল পরিবর্তন করুন
১/ প্রথমে blogger.com এ যান
২/ থী ডট মেনুতে ক্লিক করুন
৩/ এবং Layout এ ক্লিক করুন
টাইটেল এবং লোগো পরিবর্তন করুন
১/ (Header) গেজেটের  ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/ Blog Title এ আপনার ওয়েবসাইটের নাম দিন
৩/ Blog  Description এ আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখুন বিস্তারিত
৪/ লোগো বা কোন ইমেজ এড করতে choose file এ ক্লিক করুন এবং আপনার লোগো এড করে ওকে ক্লিক করুন
৫/ Save এ ক্লিক করুন
পেজ এবং ক্যাটাগরি এড  বা পরিবর্তন করুন
১/ Main Menu গেজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
2/ New Site Name:  এ ক্যাটাগরি/পেজ নাম লিখুন
৩/ New Site URL:  এ ক্যাটাগরি/পেজ URL দিয়ে
৪/  add link এ ক্লিক করুন
৫/ Save এ ক্লিক করুন
লিংক বা ক্যাটাগরি পরিবর্তন করতে 

৬/ Edit এ ক্লিক করুন এবং
পরিবর্তন করুন
৭/ Save এ ক্লিক করুন
লিংক ডিলেট করতে
৮/ delete এ ক্লিক করুন
ডিলিট হয়ে যাবে এবং
৯/ Save এ ক্লিক করুন
Header  background image এ গ্যাজেট স্লাইডার ব্যাকগ্রাউন্ড ইমেজ গেজেট এখানে ইমেজ গেজেটেড ইমেজ একটি সেট করা আছে যদি আপনি ইমেজ পরিবর্তন করতে চান তাহলে নিচের স্টেপ ফলো করুন
১/ (Header image background) গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/ Remove এ ক্লিক করুন
৩/ shooce file এ ক্লিক করুন তারপর আপনার পছন্দের ইমেজ টি সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন
৪/ এবং Save এ ক্লিক করুন
এরপর আছে তিনটি ads এই গুলো রাখতে পারেন অথবা ডিলেট করতে পারেন ডিলেট করতে এই স্টেপগুলো ফলো করুন
এডসেন্স গেজেট ডিলিট করুন
১/ AdSense গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/  Remove এ ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন
এরপরে তিনটি গেজেট আছে এগুলো ডিলিট করে দিতে পারেন এগুলো কোন কাজে আসে না

গ্যাজেট ডিলেট করতে
১/  গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/  Remove এ ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন
এরপর আছে Slider সেকশন  স্লাইডশো এ গ্যাজেট এড এডিট ডিলেট করতে পারেন
Slider এ প্রডাক্ট এড করুন
১/ প্রথম Add a Gadget এ ক্লিক করুন
২/ image  গ্যাজেটের ডানদিকে প্লাস এ ক্লিক করুন
৩/ Title এ প্রডাক্ট এর নাম লিখুন
৪/ Caption এ প্রডাক্ট সম্পর্কে কিছু বিস্তারিত লিখুন
৫/ link এ প্রডাক্ট এর URL দিতে পারেন
৬/ image এ প্রডাক্ট ইমেজ এড করুন
৭/ Save এ ক্লিক করুন
এরপর আছে Blog সেকশন  blog সেকশন এডিট করতে পারবেন এডিট করতে নিচের স্টেপগুলো ফলো করুন
১/ blog গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/ সমস্ত সেটিংস ঠিক নিচে দেওয়া ইমেজের মত করো
৩/ এবং Save এ ক্লিক করুন
Home-Horizon sectino-lebel সেকশন এ সেকশনে গ্যাজেট এড এডিট এবং ডিলেট করতে পারেন এর ভিতরে আছে অনেকগুলো গেজেট যেগুলি আপনি এডিট করতে পারবেন
 levels gadget এডিট করতে নিচের স্টেপগুলো ফলো করুন
১/ levels গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/ show তে all levels এ  ক্লিক করুন তারপর
৩/ Display তে cloud এ ক্লিক করুন
৪/  Show number of posts per label এ ক্লিক করুন এবং
৫/ Save এ ক্লিক করুন
  তারপরে আছে পেজ হেডার গ্যাজেট পেজ হেডার গেজেট অটোমেটিকলি  ডাটা ইনপুট করে নিবে এবং এটা যদি না দেখাতে চান তাহলে ডিলেট করে দিন
 ডিলিট করুন
১/  গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/  Remove এ ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন
এরপর আছে একটি টেক্সট গেজেট
Text gadget এ মূলত আমি স্টোর এড্রেস দিয়েছি আপনি  আপনার স্টোর এড্রেস দিতে এডিট করুন এডিট করতে নিচের স্টেপ গুলো ফলো করুন
১/ Store address গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/ এবং আপনার ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল এড্রেস চেঞ্জ করুন এবং
৩/ Save এ ক্লিক করুন
এরপর গেজেটি হল Horizon Image Background গেজেট এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে আর কিছু না ইমেজটি পরিবর্তন করতে edit-এ ক্লিক করুন এবং ইমেজ  পরিবর্তন করুন 
এরপর আছে নতুন গ্যাজেট এড করার সিস্টেম এখানে আপনি যেকোন ধরনের গেজেট এবং করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী 
তারপর আসে contact form গেজেটেড দেখাতেন না হলে ডিলিট করতে পারেনা
১/ contact form গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
২/  Remove এ ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন
এরপর আরেকটি লাবেলস বা ক্যাটাগরি  গেজেট এই গ্যাজেটে 
১/ levels গেজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
2/ New Site Name:  এ ক্যাটাগরি/পেজ নাম লিখুন
৩/ New Site URL:  এ ক্যাটাগরি/পেজ URL দিয়ে
৪/  add link এ ক্লিক করুন
৫/ Save এ ক্লিক করুন
লিংক বা ক্যাটাগরি পরিবর্তন করতে 

৬/ Edit এ ক্লিক করুন এবং
পরিবর্তন করুন
৭/ Save এ ক্লিক করুন
লিংক ডিলেট করতে
৮/ delete এ ক্লিক করুন
ডিলিট হয়ে যাবে এবং
৯/ Save এ ক্লিক করুন
এবার ফোটার সেকশন footer 1 এ দুটি গেজেট আছে এই দুটি গেজেট এডিট করুন এবং এডিট করতে নিচের স্টেপগুলো ফলো করুন
১/ GET UPDATES গ্যাজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
 ২/ এবং Save এ ক্লিক করুন
এরপর social link গ্যাজেটে এডিট করুন
১/ social link গেজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
2/ New Site Name:  এ সোশ্যাল মিডিয়ার নাম লিখুন
৩/ New Site URL: এ সোশ্যাল মিডিয়ার link দিয়ে
৪/  add link এ ক্লিক করুন
৫/ Save এ ক্লিক করুন
লিংক পরিবর্তন করতে 

৬/ Edit এ ক্লিক করুন এবং
পরিবর্তন করুন
৭/ Save এ ক্লিক করুন
লিংক ডিলেট করতে
৮/ delete এ ক্লিক করুন
ডিলিট হয়ে যাবে এবং
৯/ Save এ ক্লিক করুন
এরপর footer 2 এ একটি গেজেট আছে পেজ গেজেট এই গেজেটি পরিবর্তন করুন
১/ Pages গেজেটের ডানদিকে নিচে Edit এ ক্লিক করুন
2/ New Site Name:  এ ক্পেজ নাম লিখুন
৩/ New Site URL:  এ পেজ URL দিয়ে
৪/  add link এ ক্লিক করুন
৫/ Save এ ক্লিক করুন
লিংক  পরিবর্তন করতে 

৬/ Edit এ ক্লিক করুন এবং
পরিবর্তন করুন
৭/ Save এ ক্লিক করুন
লিংক ডিলেট করতে
৮/ delete এ ক্লিক করুন
ডিলিট হয়ে যাবে এবং
৯/ Save এ ক্লিক করুন
এরপর আর পরিবর্তন করার মত কিছুই নেই

স্টেপ (৪) থিম এডিট দোকানের ঠিকানা ব্যাংক ডিটেলস এবং ডেলিভারি চার্জ পরিবর্তন করুন
ব্যাংক ডিটেলস পরিবর্তন করুন
১/ blogger.com এ যান
২/ থীড মেনু এ ক্লিক করুন
৩/ এবং Theme এ ক্লিক করুন
৪/ থী ডট মেনুতে ক্লিক করুন
৫/ Edit HTML এ ক্লিক করুন
যদি মোবাইল হয় তাহলে ১১/ ফোল করুন
৬/ কি বোর্ডের control F  এ ক্লিক করুন
৭/ search করুন //bank লিখে সার্চ
৮/ পরিবর্তন করুন আপনার ব্যাংক ডিটেলস
৯/ থী ডট মেনুতে ক্লিক করুন এবং
১০/ Save এ ক্লিক করুন
১১/ থী ডট মেনুতে ক্লিক করুন
১২/ Jump to widget এ ক্লিক করুন
১৩/ এবং উপরের দিকে সোয়াইপ করুন
১৪/ এবং ContactForm2 এ ক্লিক করুন
১৫/ এরপর  3898 নং লাইনে //bank লেখা আছে
ডেলিভারি চার্জ / shipping fee পরিবর্তন করুন
১/ এরপর  3886 নং লাইনে //shipping লেখা আছে
দোকানের ঠিকানা/ Store address পরিবর্তন করুন
১/ এরপর  3890 নং লাইনে //Store লেখা আছে

স্টেপ (৫) পোস্ট লেবেল এবং অন্যান্য
     পোস্ট এড / post add
১/ প্রথম blogger.com এ যান
২/ থী ডট মেনুতে ক্লিক করুন
৩/ Posts এ ক্লিক করুন
৪/ এবং নিচের ডানদিক প্লাস চিহ্নিত ক্লিক করুন
৫/ উপরের বাম দিকে Title এ প্রডাক্ট নাম লিখুন
৬/ এরপর বাম দিকে ইমেজ আইন এ ক্লিক করুন এবং প্রডাক্ট ইমেজ এড করুন
৭/ ইমেজের নিচে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলস লিখুন
প্রোডাক্ট দাম আউট অফ স্টক এবং অফার এড করুন
১/ উপরে ডানদিকে সেটিং আইন এ ক্লিক করুন
২/ Add a level এ প্রডাক্ট দাম আউট অফ স্টক এবং অফার লেবেল লিখুন।
যেমন 
 প্রডাক্ট দাম                    _500,  
আউট অফ স্টক             !0,
অফার।                        -40,
ক্যাটাগোরী।                  Mobile,
   শট বিবরণ/ shot description এড করুন
১/ উপরের ডান দিকে সেটি আইকনে এ ক্লিক করুন
২/ Search Description এ ক্লিক করুন
৩/ এবং শট বিবরণ/ shot description লিখুন
এবং ফাইনালি পোস্ট পাবলিশ করুন
১/ ডান দিকে উপরের থী ডট মেনুতে ক্লিক করুন
২/ এবং Publish এ ক্লিক করুন
৩/ এবং Confirm এ ক্লিক করুন
৪/ আপনার ওয়েবসাইটটি একবার ভিউ করে দেখুন