How to transfer balance from GP to GP


আপনজনকে ব্যালেন্স ট্রান্সফার করুন ঘরে বসেই।
আপনজনকে ব্যালেন্স ট্রান্সফার করুন ঘরে বসেই।

বিভিন্ন কারনে আপনার সিম থেকে ব্যালেন্স অন্য সিমে ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। একজনের গ্রামীনফোন সিম থেকে আরেক জনের নাম্বারে সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন।

এখন যেকোনো সময় আপনজনকে ব্যালেন্স ট্রান্সফার করুন ঘরে বসেই। রেজিস্ট্রেশন/ব্যালেন্স ট্রান্সফার করতে ডায়াল করুন *121*1500# আর প্রতিবার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করুন একদম ফ্রি।

বিস্তারিতঃ

 

ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:
নতুন নিয়ম:
* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।


ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

রেজিস্টার করার জন্য

Dial *121*1500# then press 1

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

Dial *121*1500# then press 2 and follow the instruction.

PIN নম্বর পরিবর্তন করার জন্য

Dial *121*1500# then press 3 and follow the instruction.