BRTA ড্রাইভিং লাইসেন্স করতে চান? Driving licence Q&A


BRTA ড্রাইভিং লাইসেন্স করতে চান? Driving licence Q&A

motorcycle আর light vehicles এর জন্য কি সর্বমোট ৫৫০ টাকা খরচ হবে? নাকি পরে আরো খরচ আছে পরীক্ষার সময়?
নির্ধারিত ফী (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা
নতুন আইন অনুযায়ী ড্রাইভিং লাইছেন্স এর জন্য ডোপ টেস্ট ও চোখের ভিজুয়ালিটী টেস্ট করকাতে হবে। ডোপ টেস্ট ক্লিনিক এর উপর নিররভ্র করবে। কেউ ১৫০০ টাকাও নেই । কেও ২০০০ টাকাও নেই। আর চোখের টেস্ট টা করাতে ২০০ টাকা লাগে।
ভাই হচ্ছে না তো, Service temporary unavailable দেখায় কেনো
আপনার কোথাও ভুল হচ্ছে অথবা সার্ভারে সমস্যা ।
মালয়েশিয়া থেকে কি বাংলাদেশের লাইসেন্স / রিনিও কার যাবে ভাই??
না ভাই, আপনাকে অবশই বাংলাদেশে আসতে হবে
সার্টিফিকেট ছাড়া মার্কশিট দিয়ে কাজ হবে?
অফলাইনে সম্ভব ( বিশেষ ক্ষেতে )

ভাইয়া বাংলাদেশ থেকে কি করে international license করতে হয়।বা করা যায় কি না,প্লিজ জানাবেন।
বাংলাদেশ থেকে ইন্টার ন্যাশনাল ড্রাইভিং লাইছেন্স করার জন্য অবশ্যই আপনার এই দেশের বৈধ ড্রাইভং লাইছেন্স থাকতে হবে । এবং আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসস্পোর্ট, এন আই ডি কার্ড এর ফটোকপি , এই দেশের বৈধ ড্রাইভং লাইছেন্স , আর ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে - অটোমোবাইল এসোসিয়েসন অব বাংলাদেশ, আগোরার সামনে, ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭। মোবাইল নং- ০১৭১১-৮১৯৯৫৮। এইখানে যেতে হবে। উপরোকত কাগক আর ২৫০০ টাকা জমা দিয়ে ৭-১৫ দিনের মধ্যে ১ বছর মেয়াদী international license পেতে পারেন। 
ভাই আমার ড্রাইভিং লাইসেন্সের চেক কি ভাবে করবো প্লিজ।
এ নিয়ে আমাদের ভিদিও আছে আই বাটনে দেখুন 
ভাই এই লার্নার লাইসেন্স কি সব জায়গায় ব্যাবহার করা যাবে

লার্নার লাইছেন্স হইলো ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট এর প্রবেশ পত্র। লাইছেন্স থাকলে আপনি হাইওয়ে কিংবা রাস্তায় গাড়ি চালাতে পারবেন না।

ভাইয়া আমি পরিক্ষা দিছি 6 মাস হইছে কিন্তু ফিগার এখনো দিতে পারি নি ।দালাল আমাকে গুরাইতেছে এখন আমার কি করনুও ভাই ইটু বলবেন plz ভাইয়া
অপেক্ষা করুন 
লাইসেন্স নাম্বার দিয়ে ড্রাইভারের ঠিকানা জানবো কি করে
আপনি যদি অ্যান্ড্রয়েড ফোণ ইউজার হোন তাহলে গুগল প্লে স্টোরে D/L Checker নামের একটি এ্যাপ আছে সেইটি ডাউনলোড করে আপনার জন্ম তারিখ আর ড্রাইভিং লাইছেন্স এর নাম্বার দিয়ে ড্রাইভারের ঠিকানে জানতে পারেন। 
ভাই আমার লাইসেন্স এর বাবার নাম ভুল আসছে,এখন আমারকরনীয় কি কি যদি একটু বলতেন..একটি ভিডিও বানালে খুশি হতাম।সাথে উপকৃত হতাম।
এই ক্ষেত্রে সরকারী এক্টী নির্দিস্ট ফি জমা দিয়ে বর্ত্মান লাইছেন্স বাতিল করে পুন্রায় আবার লাইছেন্সের আবেদন করতে হবে।
লার্নার হইলো ড্রাইভিং লাইছেন্স এর প্রবেশপত্র টাইপ।
লার্নার দিয়ে আপনি কোথাই যেতে পারবেন না। পুলিশ ধরলে মামলা খাবেন নিশ্চিত
Ami saver BRTA ta finger dise.. Go to 4 month aga.. Amr basa dhanmondi tai ami chasi saver BRTA server thaka amr figer print delet kora mirpur BRTA new korta dibo.. Aita ki sombob hoba.. Delet kora
আপাতত সম্ভব না ভাইজান। আপ্নার লাইছেন্স হয়ে যাবার পরে আপনি মিরপুর বি আর টি এ তে ভলিউম ট্র‍্যান্সফার করতে পারবেন, সাভার বি আর টি এ এপ্ল্যাই করে।
কত সময় পর এক্সাম Date দিবে অনলাইন করলে? এত সময় কেনো বেশি লাগে অনলাইনে করলে?
অনলাইনে অটোমেটেড ভাবে এক্সাম ডেট সিলেক্ট করে দেই। তবে আপনি লার্নার ইস্যু ডেট থেকে দুই মাস পরেই পরীক্ষাই রোল তুলে আনতে পারবেন আপনার সিলেক্ট করা বি আর টি এ তে গীয়ে
অনলাইনে লার্নার এর এপ্লাই করে স্মার্ট কার্ড পাইতে আর সরাসরি বি আর ট এ তে গিয়ে এপ্লাই করে স্মার্ট কার্ড পাইতে কি একই সময় লাগে?
বিভিন্ন জোনাল / অফিসের বিভিন্ন রকম সময় লাগতে পারে
Vai exam er qustion ta kmn hobe,,, jodi bolten
নিচে দেওয়া আছে দেখুন।
Vai learner Driving licence krte chassilm...bike + private car...fees kto vai..medical test soho.
মেডিকেল টা ডাক্তারের উপরে নির্ভঢ় করে ,লার্নার + পরিক্ষা =৫১৮ টাকা  
স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা
vai NiD to nei...birth certificate diye ki hbe nh?
অনলাইনে হবে না অফ লাইনে হবে 
ড্রাইভিং লাইছেন্স প্রাপ্তির জন্য নূন্যতম বয়স ১৮ । অটো বা ম্যানুয়াল কার এর জ্জন্য আলাদা আলাদা ড্রাইভিং হয় না। কার লাইট ভিহিকেল এর মধ্যে পড়ে। তাই আপনি যখন লাইছেন্স করতে দিবেন লাইট ভিহিকেল সিলেক্ট করে দিলেই চলবে। লাইট ভিহিকেল এর জন্য আপনাকে ৫১৮ টাকা জমা দিয়ে লার্না করতে হবে। তারপর ড্রাইভিং পরীক্ষাই পাশ করলে স্মার্ট কার্ড এর জন্য ২৫৪২ টাকা জমা দিতে হবে