best Tips Bangla এখন ফেসবুকে


আমরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, best Tips Bangla এখন নিজেদের গন্ডি ছাড়িয়ে ইন্টারনেট ভিত্তিক জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্ক সাইট “ফেইসবুক” -এ স্থান করে নিয়েছে।

গত বেশ কয়েকদিন যাবৎ অসংখ্য পাঠক এবং লেখকদের অনুরোধের পর best Tips Bangla
কর্তৃপক্ষ আপনাদের অনুরোধের ভিত্তিতে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্ক সাইট
“ফেইসবুক” -এ best Tips Bangla নামে একটি ওপেন গ্রুপ চালু করেছে, যেখানে আপনি নিজে জয়েন করতে পারবেন এবং আপনার বন্ধু-বান্ধবকে নিমন্ত্রণ করতে পারবেন best Tips Bangla গ্রুপে জয়েন করার জন্য।


 
গ্রুপটির ঠিকানা হচ্ছে :: http://www.facebook.com/group.php?gid=43043186855

আমরা সেখানে প্রতিনিয়ত best Tips Bangla
-এ পরিবেশিত আর্টিকেল গুলো থেকে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো
প্রকাশ করবো, যা ফেইসবুকের অগণিত পাঠকগণকে সচেতন করে তুলবে প্রতিনিয়ত
বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন সর্ম্পকে। এছাড়াও অদূর ভবিষ্যতে আপপনাদের
জনপ্রিয় best Tips Bangla –এর অর্জিত জনপ্রিয়তার মান সমুন্নতএবং অক্ষুন্ন রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা চিন্তা করছি। তাই আপপনাদের জনপ্রিয় best Tips Bangla –এর অফিসিয়াল সাইট এবং ফেইসবুকের best Tips Bangla গ্রুপকে কিভাবে আরও উন্নত, আধুনিক এবং মানসম্মত করা যায়, সে বিষয়ে আপনাদের
কাছে থেকে সুচিন্তিত পরামর্শ এবং অভিমত চাচ্ছি। আমরা আশা করছি, বরাবরের
মতো এবারেও আমরা আপনাদের নিকট থেকে পূর্ণ সহযোগীতা এবং সমর্থন পাবো।

বিজ্ঞানী.অর্গ -এর অফিসিয়াল সাইট এবং ফেইসবুকের best Tips Bangla সর্ম্পকে আপনার পরামর্শ বা অভিমত জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় :: helep333@gmail.com
এবং/অথবা besttipsbangla@gmail.com ।


আর যদি আপনাদের কারও কোন প্রকার সমস্যা হয় ফেইসবুকের best Tips Bangla গ্রুপে
জয়েন করতে, তাহলে অনুগ্রহ করে আপনার পূর্ণ নাম এবং আপনার ইমেইল ইংরেজিতে
এই আর্টিকেলের শেষে মন্ত্যব্যের ঘরে লিখে দিন,আমরা অতি সত্ত্বর আপনাদের
নিকট ইনভাইটেশন পাঠিয়ে দেব।
আপনাদেরকে সাথে আরও অনেকদূর যেতে চাই